AN-KA.xyz: Lyrics

Download Free Drivers, Softwares, APK, Movies

Ads 728x90

Showing posts with label Lyrics. Show all posts
Showing posts with label Lyrics. Show all posts
VALOBASA MEGH - ভালবাসা মেঘ ( Bangla LYRICS)

 Song : Valobasha Megh

Album Name : Bondho Janala
Band Name : Shironamhin
Music : Ziaur Rahman
Layrics : Ziaur Rahman & Kathuriya
Vocals : Tanzir Tuhin
Bass : Ziaur Rahman Zia
Drums : Kazi Ahmad Shafin
Guitar : Tushar
Keyboard : Rajib
Silver Flute : Rahul Anondo
Violin : Sunil da


ভালোবাসা মেঘ লিরিক্স - শিরোনামহীন ব্যান্ড 
মেঘ ঝরে ঝরে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়।

ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়।
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।

চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ,
সারি সারি গাড়ি, দূরে দূরে বাড়ি,
নিভু নিভু আলো, চুপ চাপ সব
কনকনে শীত, ছম ছমে ভয়।

সংলাপ সব পড়ে থাক ,
বৃষ্টিতে মন ভিজে যাক,
ভালোবাসা মেঘ হয়ে যাক।

ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।

মেঘ ঝরে ঝরে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই, ভেজা মন থাক,
মেঘ ঝরে ঝরে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই, ভেজা মন থাক,
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়।
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।

ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা।

সংলাপ সব পড়ে থাক,
বৃষ্টিতে মন ভিজে যাক,
ভালবাসা মেঘ হয়ে যাক।

ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালোবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।





.
Boro Loker Beti Lo (বড় লোকের বেটি লো) Bangla Lyrcis With Video Song By Swapna Chakraborty
Song : Baro Loker Beti Lo
Singer : Swapna Chakraborty
Music : Chandrakanta Nandi
Original Lyrics & Tune : Ratan Kahar
Label : Saregama

বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথা বেঁধে দেবো লাল গেন্দা ফুল,
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

দেখে ছিলাম শরানে ওরে শরানে
দেখে ছিলাম শরানে ওরে শরানে,
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

ওরে লাল ধুলোর শরানে ওরে শরানে,
লাল ধুলোর শরানে ওরে শরানে,
ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিঁথেনে
ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিঁথেনে,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

ওরে যা কেনে কোথা যাবি ওরে ও যাবি
যা কেনে কোথা যাবি ওরে ও যাবি,
দু'দিন পরে আমার ছাড়া আর কার বা হবি
দু'দিন পরে আমার ছাড়া আর কার বা হবি,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।




Video Song Link


Tags:-
Hariye Tomay (হারিয়ে তোমায়) Bangla Lyrics With Video Song By Sudeshna
Song : Hariye Tomay
Singer : Sudeshna Das
Music : Krish Bose
Lyrics : Pijush Das
Additional Lyrics : Krish Bose
Director : Krish Bose
Edit & Color : Sanjoy Dasgupta
DOP : Subhajit Sil
Chief ADi : Supayan Das
Producer : The Bong Media

জানি আমাকে আর ফিরে দেখো না
জানি আমাকে আর মনে রাখো না,
হারিয়ে তোমায় বুকের মাঝে
জানতে পেলাম লুকোনো আছে।

স্মৃতি যখন ভীষণ রকম
ব্যথার সুরে ভোলানো আছে,
জানি আমাকে আর ফিরে দেখোনা
জানি আমাকে আর মনে রাখোনা।

মনে রাখোনি আমার ভালোবাসা
জানি রাখোনি কোনো স্মৃতির আশা,
আঁধারে ফেলে আমায়
গেলে কোথায় অজানায়।

জানি আমাকে অনুভবে রাখো না
ডাকনামে আমাকে কেন আর ডাকো না।

Video Song Link




Tags:- 
Char Deyaler Sahar (চার দেয়ালের শহর) Bangla Lyrics With Video Song By Prithibi Band
Song : Char Deyaler Sahar
Artist : Prithibi
Lyrics & Composition : Koushik Chakraborty
Music Arrangement : Prithibi
Kaushik Chakraborty : Vocals
Arunangshu Bagchi : Guitar
Deep Ghosh : Bass Guitar
Debangshu Bhattacharjee : Guitar
Deepayan Maitra : Keyboard
Aniruddha Mondal : Drums
Videography : Koushik & Eishita Chakraborty
Production Studio : Noizzone
Song Label : Prithibi Productions

Bangla Song Lyrics
চারদেয়ালে বন্দী আমার শহর
ঘুমিয়ে পড়েছে চেনা রাস্তার মোড়
বিষম অসুখে হঠাৎ এলো এই অবসর,
কেটেছে নিঃসঙ্গতায় ছুঁতে না পাওয়ার যন্ত্রণায়
মুখ ঢেকেছে এ শহর
কাটে রাতভোর,ব্যস্ততায়,
চোখে ঘুম নেই তাদেরও
যারা আলো জ্বেলে রাখে এ শরীরে
বারবার হাত ধুয়ে নিতে হবে, আলো জ্বালাতেই
চারদেয়ালে বন্দী সময়,
বন্দী এ শহর।

হাতে হাত রেখে না চলার এই আয়োজন
ভাবনাটা কাদের এটাই ভাবার আছে প্রয়োজন,
সংক্রমণের ছোঁয়াচে আগুনে কাঁপে শহর
কাটবে নিঃসঙ্গতায় আর কটাদিন কিছু প্রহর,
আরো কত চিঠি লেখা হবে
না দেখে গাওয়া যাবে, খামখেয়ালেই,
দেয়াল ভরেছে মুখবই আজ
বিকেলের নামাজ পড়া হয়নি একসাথে,
চারদেয়ালেই এ কদিন আলো পাক আগামী
সতর্ক থাক শরীরী সভ্যতা
সঙ্গী এ শহর।

Video Song Link


Tags:-
Abar Phire Ele (আবার ফিরে এলে) Bangla Lyrics With Video Song By Arijit Singh

Song : Abar Phire Ele
Movie : Dwitiyo Purush
Singer : Arijit Singh
Music & Lyrics : Anupam Roy
Director : Srijit Mukherji
Cinematographer : Soumik Haldar
Presenters : Shrikant Mohta & Mahendra Soni
Produced By : SVF Entertainment Pvt. Ltd

তোমার অভিমানে ভরা
কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়,
পথ হারিয়ে ফেলে সুবর্ণরেখা তাই
দু'চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়।

তোমার অভিধানে আছে
এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন,
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ
হাতের মুঠোয় চাইছি শিহরণ।

যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ওই পাথুরে ঝর্না জলের
ঝিম ঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।

আবার ফিরে এলে
জেগে আছি পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে।

তোমার বিপদগলির কাছে
ডানা মেলে আমি জানতে পরিচয়,
মেরুন কোনো দ্বীপে থাক রহস্যময়
ছুঁয়ে দিলে কী জানি কী হয়।

তোমার শঙ্খমালার সাদায়
চিহ্ন রাখা আছে শব্দহীনতায়,
নির্জনতা জানে হয়না তার বিদায়
দূরে গিয়েও ফিরে আসা যায়।

যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের
ঝিমঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।

আবার ফিরে এলে
জেগে আছি, পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে।




Video Song

Age Janle Prem Kortam Na (আগে জানলে প্রেম করতাম না)  Bangla Lyrics with Video Song By Baul Sukumar
Eagle Music Brings 2020 New Song For Bengali Music Lovers. Proudly Presenting Official Music Video "Age Janle Prem Kortam Na" Bangla Song Exclusively Only On Eagle Music's Special Music Video Channel "Eagle Music Video Station". Just Enjoy Bangla New Song 2020 Aghe Janle Prem Kortam Na And Share With Your Loved One's.

Produced by Kachi Ahmed.

🎵 Song: Age Janle Prem Kortam Na (আগে জানলে প্রেম করতাম না)
🎵 Singer: Baul Sukumar
🎵 Lyrics & Tune: Ehsan Rahi
🎵 Flute: Munshi Jewel
🎵 Music: Tanzil Hasan

💃 Starring: Afjal Sujon & Ontora

📽️ DoP: Rajon Romm
📽️ Edit: Imratul Islam
📽️ Color: Shamim Hossain
📽️ Story: Eagle Team
 
আশায় আশায় বুক বাঁধি,
আশায় আশায় বুক বাধি
বন্ধু তুমি ফিরা আইলা না।
দিনে দিনে জমা হইলো,
দিনে দিনে জমা হইলো
কতো ব্যথা তুমি বুঝলা না।

ও বন্ধু রে,
প্রেমের বিচার এমনি বিচার
আগে জানলে প্রেম করতাম না আমি
আগে জানলে প্রেম করতাম না।

তোর রূপের গুনে কোনো কিছু বিচার করি নাই
এই মন পিঞ্জরে তুই ছাড়া অন্য কেহ নাই।
দেখাইতে পারিতাম যদি এই বুকটারে তোরে
কত যত্নে রাখছি আমি মনের মীনারে।

ও বন্ধু রে,
প্রেমের জ্বালা এতো জ্বালা
আগে জানলে প্রেমে পড়তাম না আমি
আগে জানলে প্রেমে পরতাম না।

জানতাম যদি যাবি ছাইড়া
স্বপ্ন দেখতাম না,
তোরে নিয়া ঘর বাঁধিবার
আশায় রইতাম না।

লোকে এখন পাগল বলে
আমায় দেখিয়া, আমি
অন্তর জ্বালায় পুইড়া মরি
দেখো আসিয়া।

বন্ধু রে,
সব হারাইয়া উজাড় হইলাম
আগে জানলে ভালোবাসতাম না আমি
আগে জানলে ভালোবাসতাম না।

আশায় আশায় বুক বাঁধি,
আশায় আশায় বুক বাধি
বন্ধু তুমি ফিরা আইলা না।
দিনে দিনে জমা হইলো,
দিনে দিনে জমা হইলো
কতো ব্যথা তুমি বুঝলা না।

ও বন্ধু রে,
প্রেমের বিচার এমনি বিচার
আগে জানলে প্রেম করতাম না আমি
আগে জানলে প্রেম করতাম না।



Video Song

 
Shitol Sporsho (শীতল স্পর্শ) Bangla Lyrics With Video Song By Habib Wahid

HW Productions Presents Habib Wahid's Brand New Song "Shitol Sporsho" Penned by Ali Baker Zico. Enjoy this Melodious Song and Spread the Love !

Song : Shitol Sporsho
Singer : Habib Wahid
Tune & Music : Habib Wahid
Lyrics : Ali Baker Zico
Guitar : Syed Tamim
Lyrical Video Edit : Faisal Mahmud

চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
দারুণ শীতল
ছিলো তোমার স্পর্শ,
দারুণ কষ্ট, নিয়ে আমি স্তব্ধ।

চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।

সময় থেমে থাকেনা
ভালোবাসা জমে থাকে হৃদয়ে।
তুমি নেই মানে তুমিই আছো
বুকের ভেতর খুব যতনে।

দারুণ শীতল
ছিল তোমার স্পর্শ,
দারুণ কষ্ট, নিয়ে আমি স্তব্ধ।

চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।


.
Video Song







Tags: New song lyrics, bangla 2020 song lyrics, habib wahid song lyrics, habib wahid new song lyrics
Tumi Thako Kotodure (তুমি থাকো কতদূরে) Bangla Lyrics With Video Song Minar Rahman
Song : Tumi Thako Kotodure
Drama : Protidin
Singer: Minar Rahman
Tune & Music : Marcell
Lyrics : Mehedi Hasan Limon
Script & Direction : Mizanur Rahman Aryan
DOP : Kamrul Islam Shubho
Label : Central Music and Video [CMV]

Tumi Thako Kotodure Song Lyrics
তুমি থাকো কতদূরে
তবু তোমার নাম ধরে,
আমার দিন কেটে যায়।
আবার ভোর হয়ে যায়
ফোটে নতুন আলো,
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা।

তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।

স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হওয়ার,
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একার?

কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার।

তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।

শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে,
ভেতরের আর্তনাদ
তুমি বুঝবে বলো, কী করে?

কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার..
তারা রা রা রা.. রারা রারা..

তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।



Video Song Link



Tags:-
Smritir Fanush (স্মৃতির ফানুস) Bangla Lyrics With Video Song By Shusmita Anis & Tahsan
SONG CREDITS :
Song  : স্মৃতির ফানুস – Smritir Fanush
Artiste: Tahsan & Shusmita Anis
Lyrics :Tahsan & Mehedi Hasan Limon
Tune : Tahsan & Menon Khan
Music Producer : Menon Khan
Mix&Master : Tahsin Ahmed
Label: New Music Paradigm Company
Release Date : Feb 8, 2020


SMRITIR FANUSH SONG LYRICS IN BANGLA
যদি কখনো মনের ভুলে ভুল করে
আমায় মনে পরে যায়,
খুঁজে দেখো পাবে ঠিকি আমাকে
ওই আকাশের তাঁরায়।

একটু সময় দিয়ো আমায়, 
সঙ্গে তোমার,
 উড়াবো স্মৃতির ফানুশ। 

তোমারই আঁচলে,
 ঘুমিয়ে আদরের রাত,
সে রাত গুলো কোথায় হারালে।

তোমারই আঁচলে,
 ঘুমিয়ে আদরের রাত,
সে রাত গুলো কোথায় হারালেম।

চেনা মোহনাতে ফিরে এসো, 
স্মৃতির ফানুশ দেখো
আজো তোমায় ডাকে।

দেখো ডাকে,দেখো ডাকে,
দেখো ডাকে। 

ভুল করে আজ স্বপ্ন দেখিনা,
ভুল করে আজ
ফানুশ উড়াইনা।
একটু সময় এতো কি বেশি
স্বপ্নে তোমায়,
আমি তো চাইতেই পারি।

তোমারই আঁচলে
ঘুমিয়ে আদরের রাত, 
সে রাত গুলো কোথায় হারালে
তোমারই আঁচলে ঘুমিয়ে
আদরের রাত
সে রাত গুলো কোথায় হারালেম।

চেনা মোহনাতে ফিরে এসো,
স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে।
চেনা মোহনাতে ফিরে এসো,
স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে। 





Video Song Link






Tags:- Tahsan new song lyrics, tahsan new song collection, tahsan new song 2020,
Shei Chena Raasta (সেই চেনা রাস্তা)  Bangla Lyrics With Vdieo Song By Arko

Song : Shei Chena Raasta
Vocal, Music & Lyrics : Arko Pravo Mukherjee
Director : Dibya Chatterjee
AD : Sohini Mukherjee
Dop & Editor : Abhimanyu Sengupta
Production House : Handykraft Pictures
Music on : Zee Music Company

Shei Chena Raasta Song Lyrics In Bengali :

তোর শহরে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখা দায়,
মনটা রাস্তা নেয় বানিয়ে
নিবিড় কুয়াশায়।

ছুটবে হাসি, ফুটবে কথা
নতুন ঠোঁটের গায়,
রূপকথার ওই exaggeration
সত্যি হয়ে যাবে প্রায়।

হয়ে থতমত, ইচ্ছে কত শত
সাহস করে সঞ্চয়,
যেন ডানা মেলে উড়ে যাবে সব ফেলে
সত্যি এমনকি হয়?

সেই চেনা রাস্তা ওও..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও ..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও..
নিজেকে, নিজেকে, নিজেকে খুঁজে পাওয়া যায়।

দিনের শেষে, এক নিমেষে
দেখতে চাওয়ার টান,
সঙ্গে হাঁটা, সঙ্গে থামা
সঙ্গে থাকার গান।
হয়তো দূরে, তোর দুপুরে
স্মৃতির কৌতুহল,
ইচ্ছে নদী, ঝড় এসেছে
নৌকো ভরা জল।

কাজ বেড়ে চলে
আর লোক দলে বলে
আমাকে আবছা বানায়।
তোমার আঁখি দুটি,
আমার প্রিয় ছুটি;
আর যে পালাবো কোথায়?

সেই চেনা রাস্তা ওও..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও ..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও..
নিজেকে, নিজেকে, নিজেকে খুঁজে পাওয়া যায়।



Video Song Link


.
O Bandhobi (ও বান্ধবী) Bangla Lyrics With Video Song By Rupak Tiary

Song : O Bandhobi
Singer : Rupak Tiary
Music & Lyrics : Jayanta Roy
Audio Production & Mix Mastering : Rupak Tiary
Guitar : Jakiruddin Khan
Filmed by : Aditya Paul
Story & AD : Souradipta Ghosh
O Bandhobi Song Lyrics In Bengali :
ও বান্ধবী,
তোর কানের পরা ঐ দুল
ভালো লাগে
হাওয়ায় ওড়া তোর চুল।
ও বান্ধবী,
কেন বুঝিস না তুই
নাকি বুঝেও খুব
বুঝতে চাস না তুই।

রোজ রোজ ঝড় আসে
বুকের পাঁজরে তাই
প্রজাপতি ডাক দিয়ে যায়,
আমার মনের ঘরে
তোর এই আসা যাওয়া
তোকে কিভাবে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই।

হয়তো তোর নাম লিখেছি
একটু প্রেমের সুখে,
বিজ্ঞাপন তো চাঁদও দেয়
আকাশের বুকে।
যেমন করে ঐ চাঁদ আসে রোজ
আমার জানলাতে,
তেমনি করেই তোকে খুঁজি
মনের আয়নাতে।

রোজ রোজ ঝড় আসে
বুকের পাঁজরে তাই
প্রজাপতি ডাক দিয়ে যায়,
আমার মনের ঘরে
তোর এই আসা যাওয়া
তোকে কিভাবে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই।

ও বান্ধবী,
তোর কানের পরা ঐ দুল
ভালো লাগে
হাওয়ায় ওড়া তোর চুল।
ও বান্ধবী,
কেন বুঝিস না তুই
নাকি বুঝেও খুব
বুঝতে চাস না তুই।
ও বান্ধবী, ও বান্ধবী,
ও বান্ধবী, ও বান্ধবী..



Video Song Link



.
Tomay Notun Kore (তোমায় নতুন করে)  Bangla Lyrics With Video Song From Love Aaj Kal Porshu
Song : Shune Ne
Movie : Love Aaj Kal Porshu
Composed & Written by : Rabindranath Tagore
Vocal Rendition : Shaheb Chattopadhyay
Recreated by : Avijit Kundu
Direction : Pratim D Gupta
Cinematographer : Subhankar Bhar
Presenters : Shrikant Mohta & Mahendra Soni
Producer : SVF Entertainment

Tomay Notun Kore Song Lyrics In Bengali :

তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ,
ও মোর ভালোবাসার ধন,
তোমায় নতুন করে পাবো বলে।

ওগো তুমি আমার নও আড়ালের
তুমি আমার চিরকালের,
ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন,
ও মোর ভালোবাসার ধন।
তোমায় নতুন করে পাবো বলে।

আমি তোমায় যখন খুঁজে ফিরি
ভয়ে কাঁপে মন,
প্রেমে আমার ঢেউ লাগে তখন।
তোমার শেষ নাহি,
তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে
ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন,
ও মোর ভালোবাসার ধন।
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ।



Video Song Link


.
Tumi Thako Kotodure (তুমি থাকো কতদূরে) Bangla Lyrics By Minar Rahman
Song : Tumi Thako Kotodure
Drama : Protidin
Singer: Minar Rahman
Tune & Music : Marcell
Lyrics : Mehedi Hasan Limon
Script & Direction : Mizanur Rahman Aryan
DOP : Kamrul Islam Shubho
Label : Central Music and Video [CMV]

Tumi Thako Kotodure Song Lyrics In Bengali :
তুমি থাকো কতদূরে
তবু তোমার নাম ধরে,
আমার দিন কেটে যায়।
আবার ভোর হয়ে যায়
ফোটে নতুন আলো,
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা।

তুমি ছাড়া, আমি একা
এই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।

স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হওয়ার,
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একার?

কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার।

তুমি ছাড়া, আমি একা
এই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।

শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে,
ভেতরের আর্তনাদ
তুমি বুঝবে বলো, কী করে?

কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার..
তারা রা রা রা.. রারা রারা..

তুমি ছাড়া, আমি একা
এই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।

Video Song Link
Hariye Jawar Gaan (হারিয়ে যাওয়ার গান) Bangla Lyrics With Video Song From Paanch Phoron 2 Web Series
Song : Hariye Jawar Gaan
Web Series : Paanch Phoron 2
Singer : Akash Bhattacharyya
Lyrics : Aditya Saha
Composition : Riad Hasan
Mix and Master : Amit Chatterjee
Label : SVF Music


Hariye Jawar Gaan Song Lyrics In Bengali :
কোলাহল ক্রমে নীরব হবে
চেনা মুখোশ গুলো পড়ে রবে,
হাওয়া ঘোরে, ঘোরে পাতারাও
থাকছে যারা, দেখছে তারা।

দাঁড়িয়েছে আজ কার্নিসে
পিছুটানে ডাক পায়নি সে,
কথা ছিলো বন্ধু পাবে
আলোকবর্ষ দূরে উড়ে যাবে।

হারিয়ে, হারিয়ে..
হারিয়ে যাওয়ার গান,
হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান..

চোখের কাপড় তুমি সরিয়ে নাও
ভাবনাকে তুলি ধরিয়ে দাও,
রংধনু যদি পাও খুঁজে
আমার ছোঁওয়া তুমি পাবে বুঝে।

যদি ছেড়ে যাই এ রাজধানী
শিকড়েরা তাই সাবধানী,
সব বাধা ভেঙে চল তারা গুনি,
আমি আছি না, এসো তুমি।

হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান,
হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান ... 


Video Song Link
 
Boka Pahar Lyrics (বোকা পাহাড়) Bangla Lyrics With Video Song By Prajna

Song : Boka Pahar
Web Series : Shobdo Jobdo
Singer : Prajna
Music : Amit Bose & Yash Gupta
Lyrics : Sourav Chakraborty
Director : Sourav Chakraborty
Production : Trickster & Span Productions
Label : SVF Music

Boka Pahar Song Lyrics In Bengali :
যেই না আঁকবে পাহাড়
যেই না ঢালবে নদী,
ছোট্ট পাতা বাহার
কীভাবে রোদ লুকাবে।

যেভাবে মেঘেরা ঘামে
যেভাবে হাত ঠান্ডা হয়,
তুমিতো হলদে খামে
কী আর বলো পাঠাবে ?

যা কিছু আর যত ছিল বলার
সব মুলতবি হয়ে যাক,
বোকা পাহাড় জানে সবই মায়ার
শীত চাদরেও ঠান্ডা পাক ..

না, নানা না, নানা নান্না না না না

বোকা হওয়া যে সহজ নয়
বোকা হয়ে জানতে নেই,
লুকানোতে যে সাহস চাই
ভয় পেয়ে বলতে নেই।

বরফেরা নেমে রাস্তায়
থেমে হেসে যদি হাত মেলায়,
বোকা পাহাড় জানে সবই হাওয়ার
ভালোবাসা হোক অবেলায় ..

না, নানা না, নানা নান্না না না না..


Video Song Link

Na Thaka Jure (না থাকা জুড়ে)  Lyrics with Video Song by Mahtim Shakib
Song : Na Thaka Jure
Drama : Charur Biye
Singer : Mahtim Shakib
Music : Sajid Sarkar
Lyrics : Shomeshwar Oli
Director : Mizanur Rahman Aryan
Producer : SK Shahed Ali Pappu
Label: Central Music and Video [CMV]


কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
তোমারি আলোতে, তোমারি ভালোতে
জেগে আছি আমি,
আমারি গোপনে আমারি স্বপ্নে তুমি।

তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।

কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।

চোখের ভেতর থেকে রাত জাগা ঘুম
ও.. বেরিয়ে পড়েছে আজ বেমালুম,
খুঁজেছে তোমাকে রাতের তারা
এলো তোমাকে পাওয়ার মরশুম।

তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।

কিছু অক্ষর ছিলো এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।

শাড়ির আঁচল দিল ঘোর লাগা দিন
কারণ বারনে হয়ে অমলিন,
বুঝেছে তোমাকে অবুঝ ছেলে
তোমাকে নিয়ে হলো সে রঙিন।

তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।

Video Link

 
Amar Tobu Akash Thake Baki (আমার তবু আকাশ থাকে বাকি) Lyrics by Mahtim Shakib
Song : Amar Tobu Akash Thake Baki
Singer : Mahtim Shakib
Lyrics : Tanim Jaber
Tune : Mahtim Shakib Rahman
Composition : Linkon And Sohag
Direction : Mir Shariful Karim Srabon
DOP : Saqeeb Niloy Parbot Raihan
Edit n' Colour : Mahedi Hasan Prince
Venue : Mondira shooting Set


আমার তবু আকাশ থাকে বাকি
আমার তবু হয়না তারা গোনা,
তোমার যত কান্না ছিল মেখে, আমার
ছিল এক সাগর সম নোনা।

ফাঁকি আকাশের ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি,
গল্পে পাখির হয়না মরণ
বাকির খাতা শূণ্য ফাঁকি।

আ আ...
তোমার ছিল ভাত শালিকের গল্প
আমার ছিল ছোট্ট পোষা ময়না,
আমার তবু রাত্রি বাকি অল্প
তোমার তবু একটু সময় হয়না।

তোমার ছিলো ভাত শালিকের গল্প
আমার ছিলো ছোট্ট পোষা ময়না,
আমার থাকে রাত্রি বাকি অল্প
তোমার যে হায় একটু সময় হয়না।

ফাঁকি আকাশের ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি,
গল্পে পাখির হয়না মরণ
বাকির খাতা শূণ্য ফাঁকি।



Video Link

Eka (একা) Bangla song With Lyrics
Eka (একা) Bangla song With Lyrics
Song Name : Eka
Made By : Aseer Arman

একা বেঁচে থাকতে শেখো প্রিয়,
তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে।

আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতারি,
    আমার নিরাগ লাগে ভারি,
         কবে ছোঁবো সাদা শাড়ি!
 
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়,
    মনে স্বস্তি জেনো,
         শুধুই ফুর্তি মেনো।
দোলনচাপার মৌসুমে আমি টানছি ঈতি এবার,
    তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব,
        আমি না করেছি কবার?
তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোনাক ?


তোমার মনের গতি…………
তোমার মনের গতি, রাতের দূর পাল্লার গাড়ি,
  আমি ধরতেও না পারি,
      আমি ক্যামনে যাবো বাড়ি!
টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে,
এখন ইষ্টেশনে বেজায় অন্ধকার!!
তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোনাক ?

.
Video Link
Vabte Khub Obak Lage (ভাবতে খুব অবাক লাগে) Bangla Song Lyrics
Vabte Khub Obak Lage (ভাবতে খুব অবাক লাগে) Bangla Song Lyrics

Song : Lenadena
Singer : Samz Vai
Music Direction : PB Rudro
Lyrics & Tune : Samz Vai
Producer : Sadat Hossain
Story & Directed by : Eagle Team
DoP : Rajon Hossain Romm
Edit : Imratul Islam
Color : Shamim Hossain
Production : Sumon
Label : Eagle Music


Vabte Khub Obak Lage (ভাবতে খুব অবাক লাগে) Bangla Song Lyrics

ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের সাথে।

না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা।

রাত যখন হবে নিঝুম
উড়ে যাবে তোমারোও ঘুম
চোখ ভীজে যাবে তোমার অশ্রুতে,
মিলবে না তো কোনো হিসাব
হবেনা পুরন আমার অভাব
দিন রাত এক হবে তোমার এই ভাবেতে।

না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা।

মন নিয়ে তুমি করেছো খেলা
পেয়েছি শুধুই অবহেলা
ধীরে ধীরে তুমি ওগো সবি বুঝবে,
বুঝেও কোনো লাভ হবেনা
পাবেনা আর এই ঠিকানা
সেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাঁদাবে।

না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা..

ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি
তুমি অন্যের খাটে।



Video Link


Abar Jokhon Lyrics (আবার যখন)  By Minar Rahman Bangla Lyrics With Video song
Abar Jokhon Lyrics (আবার যখন)  By Minar Rahman Bangla Lyrics With Video song

Song Name : Abar Jokhon
Singer : Minar Rahman
Lyric :  Minar
Tune & Music : Tahsan Khan
Label : Agniveena

Abar Jokhon Song Lyrics In Bengali

আবার যখন আকাশ হয়ে
বৃষ্টির জলে আটকে পড়ে
তোমায় দেখবো,
তখন তুমি ফিরিয়ে দিও না।

আবার যখন অন্তরালে
একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো,
তখন তুমি অভিমান করো না।

আবার যখন জোছনা রাতে
শিশির ভেজা ঘাসের মাঝে
থাকবো বসে একা,
তখন তুমি প্রশ্ন করো না।

আবার যখন পথহারা পথে
অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি,
তখন তুমি পিছু ডাক দিও না।

যখন নিঝুম রাতের তারা
এক ফালি চাঁদ জোছনা ভরা,
জোনাকির আলোয় হাত বাড়িয়ে
আমায় ডাকে না নানা নানা না।

যখন মোহের অন্তরালে
রঙিন কোনো স্বপ্ন জালে,
আমার ছোটো নাওয়ের মাঝি
ফিরতে পারে না নানা নানা না।

যখন নিঝুম রাতের তারা
এক ফালি চাঁদ জোছনা ভরা,
জোনাকির আলোয় হাত বাড়িয়ে
আমায় ডাকে না।

যখন মোহের অন্তরালে
রঙিন কোনো স্বপ্ন জালে,
আমার ছোটো নাওয়ের মাঝি
ফিরতে পারে না, তখনও,
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি।

Video Song Link

Ads 728x90