Song : Valobasha Megh
Album Name : Bondho JanalaBand Name : Shironamhin
Music : Ziaur Rahman
Layrics : Ziaur Rahman & Kathuriya
Vocals : Tanzir Tuhin
Bass : Ziaur Rahman Zia
Drums : Kazi Ahmad Shafin
Guitar : Tushar
Keyboard : Rajib
Silver Flute : Rahul Anondo
Violin : Sunil da
ভালোবাসা মেঘ লিরিক্স - শিরোনামহীন ব্যান্ড
মেঘ ঝরে ঝরে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়।
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়।
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ,
সারি সারি গাড়ি, দূরে দূরে বাড়ি,
নিভু নিভু আলো, চুপ চাপ সব
কনকনে শীত, ছম ছমে ভয়।
সংলাপ সব পড়ে থাক ,
বৃষ্টিতে মন ভিজে যাক,
ভালোবাসা মেঘ হয়ে যাক।
ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।
মেঘ ঝরে ঝরে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই, ভেজা মন থাক,
মেঘ ঝরে ঝরে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই, ভেজা মন থাক,
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়।
ইচ্ছে হলে ভালোবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।।
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা।
সংলাপ সব পড়ে থাক,
বৃষ্টিতে মন ভিজে যাক,
ভালবাসা মেঘ হয়ে যাক।
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালোবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
.