Ads 728x90
Download Android Apps, PC Softwares, Portable Apps, Games, Motherboard Drivers, Movies Information.
Ads 728x90
২০২১ সালে শুরু করেছি, মেডিকেল সাইন্স এন্ড মেডিকেল নিয়ে লিখালিখি। ফেসবুক ইউটিউব থেকেই সব শিখেছি কোথাও সমস্যা হলেই গুগল সার্চ করেছি, যেটা সমস্যা হয়েছে সেটা গুগল, ফেসবুক এর সহায়তায় শিখে আবার নিজের ওয়েবসাইটে এপ্লাই করেছি।
আমি কোন কিওয়ার্ড রিসার্চ জানিনা এবং করিওনাই, কিন্তু আমার ১০০ টার মত পেজ ১-১০ এর মদ্ধে আছে।করতে পারলে ভালো হত আরো।
আমি অ্যামাজন নিয়ে স্টাডি করিনাই বললেই চলে শুধু একাউন্ট করে কোড প্লেস করতে হয় কিভাবে আর আর্টিকেল রাইটিং এসইও ব্যাসিক ছাড়া কিছুই জানিনা বলা যায়।অন পেজ টা ঠিক রাখি। ব্লগার প্লাটফর্ম আছি এখনো ওয়ার্ডপ্রেস এ যাওয়া হয়নি।আল্লাহর রহমতে ব্লগিং সফলভাবে করতে পারতেছি, কিছুদিন আগে এডসেন্স এর টাকা দিয়ে এমবিবিএস এর ফ্রম ফিলাপ করি যেটা জীবনের অনেক বড় পাওয়া, নিজের উপার্জন। অ্যামাজন নিয়ে ব্যাসিক ছাড়া কিছুই জানিনা। অ্যামাজন এ ১৮০ দিনের মদ্ধে তিনটা সেল হতে হয় একাউন্ট ভেরিফাই এর জন্যে, (আমার তিনটা এফিলিয়েট আর্টিকেল ১-১০ এর মদ্ধে আছে) আজকে আমার তৃতীয় সেলের অর্ডার হইছে, আশাকরি এটাও ভেরিফাই হয়ে যাবে।
আমি অল্প কিছু করতে পেরেছি, আইটি সেক্টরে অনেক আছে অনেক ইনকাম, আমার ইনকাম আমার নিজের পকেট খরচ থেকেও অনেক কম।
তবুও আমি আশাবাদী আমি যতটুকু করেছি ততটুকুতে আমি ভালোভাবেই সফল হয়েছি। আমার এক্সপেক্টেশনের থেকে অনেক বেশি পেয়েছি।
যারা নতুন অলস সময় কাটায়,অযথা ফেসবুকে, টিকটকে, গেম এগুলো সময় না দিয়ে কিছু প্রোডাক্টিভ কিছু কর, সুদিন আসবেই তোমারও ইনশাআল্লাহ।
1. প্রচুর স্টাডি কর, ব্যাসিক শিখে নিজের ওয়েবসাইটে এপ্লাই করতে থাকো
2. প্রথমেই ইনকাম এর দিকে ফোকাস না করে ব্রান্ড বাড়াও
3. শুরুতে এডসেন্স এপ্রুভ থাকলেও ইনকাম হবেনা, ডেলি ট্রাফিক আনো আগো,তারপর এডসেন্স ও হয়ে যাবে।
4. অন্যের কস্ট করে লেখা কপি না করে নিজে স্টাডি করে লিখ,এতে নিজেত জ্ঞানের পরিধি ও বাড়বে,ভালো ফলাফল ও পাবে।
5. যেই বিষয়ে তুমি সারাজীবন লিখে যেতে পারবা, এবং সারাজীবন পড়তে পারবা সেটাই তোমার নিশ হিসেবে নিলে ভালো করতে পারবে, আমি যেমন মেডিকেল সাইন্স নিয়েছে কেননা আমি মেডিকেল স্টুডেন্ট, এ বিষয়ে আমি লিখতে পারবো,আমি কিন্তু এসইও নিশে কিছুই পারবোনা,চেস্টা করলে হয়তো ১০/১২ টা আর্টিকেল লিখার পর এনার্জি লস হয়ে যেতে পারে।
6. যেই আর্টিকেল লিখবে সেই বিষয়ে ৩০/৪০ আর্টিকেল পড়েফেল তারপর তোমার টা সবার থেকে বেস্ট করে লেখ, আর্টিকেল রেংক করতে বাধ্য। অনেক জায়ান্ট কিছু ওয়েবসাইট এর সাথে আমার ৩/৪ টা আর্টিকেল পাল্লা দিছে এটা ফলো করায়।
7. আমার সব কাজ গুলো জাস্ট একটা ৩জিবি রেমের ফোন দিয়ে করেছি,তাই যাদের ল্যাপটপ বা পিসি নেই সেটা কখনো থেমে থাকার কারন হতে পারেনা। মোবাইল দিয়েই শুরু কর, এডসেন্স বা এফিলিয়েট এর টাকা দিয়ে পিসি/ল্যাপটপ কিনে নিতে পারবে।
মো: নোমান ইসলাম নিরব
এমবিবিএস স্টুডেন্ট, রংপুর মেডিকেল কলেজ
Indigo Travel diary Go Get Connect.
She is women and travel blogger also adventure-seeker, I Know how to travel the world safely - and I'm here to help you have the best trip ever with Indigo Travel diary.
Go Get Connect.
![]() |
Indigo Travel Diary |
There have some amazing blog writing in this blog.
![]() |
Travel Website |
উপরোক্ত ৫টি বেসিক পয়েন্ট বিবেচনায় আপনি সিদ্ধান্ত নিন, আপনার প্রিয় গাড়িতে আপনি কি ফুয়েল সিস্টেম ব্যাবহার করবেন।
পূর্বে সিএনজির মূল্য বর্তমান মূল্যের ১/২ বা ১/৩ অংশ যখন ছিলো, তখন সিএনজি সাশ্রয়ী ছিলো। বর্তমানে তা নয়।
আমার পরামর্শ যাদের দৈনিক গাড়ির ব্যাবহার ৮০ কি.মি বা এর কম, তাদের জন্য অকটেন ব্যাবহার সামগ্রিক বিশ্লেষণে সাশ্রয়ী।
Islami Lecture is a good bangla and english schoolar lecture provide in islami lecture blog.
ঢাকা শহরে যেখানে রয়েছে আপনার স্বপ্ন এই রাজধানী শহরে জুড়ে রয়েছে আপনার সন্তানের ভবিষ্যৎ, কিন্তু অনেকেই মাথা গুজার ঠাই না থাকায় অনেক দিনের চেনা-জানা ছেড়ে চলে যেতে হয় পূর্বের গন্তব্যে,এই স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে সেরা লোকেশনে সাশ্রয়ী মূল্যে ও সহজ কিস্তিতে এবং এককালীন মূল্যে ছাড় সুবিধা দিয়ে আপনার হাতে তুলে দিতে চাই জমিদার সিটির একটি আকর্ষনীয় প্লট। সকল ধরনের নাগরিক সুযোগ-সুবিধা সহ কোলাহল মুক্ত ভার সাম্য পূর্ণ পরিবেশে ও পরিকল্পিত মডেল সিটি হিসাবে স্কুল, ক্যাডেট মাদরাসা, কলেজ, শপিংমল, হাসপাতাল, ব্যাংক ও বীমাসহ অন্যান্য নাগরিক সুবিধা সম্পূর্ণ একটি আধুনিক আবাসন জমিদার সিটি'
![]() |
Jamider City Development |
![]() |
Jamider City Development |
Money, money is something we every want in a plethora of amount, but it's not that easy. Har ek paise ke liye Khoon pasina Ek krna padta hai. So, in order to earn money, we have to do work, and because I am writing this article at the time when Corona Pandemic is at its highest peak, I, you, we can do some work from home with our safety, comfort, and ease to earn some extra financial help. So, in this article, we will deep dive into the world of Blogging and explore this area from scratch to the point where we can actually earn a good amount of money from blogging.
So not wasting more time further lets gets into the topic, we will see the entire process of establishing a blog and as well as setup step by step
Ads 728x90