মেইলে পাঠানো মেইল ব্যবহার করে, যে কারো আইপি এড্রেস বের করতে পারবেন,
যদি ঠিক মত ব্যবহার করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন।
চলুন তাহলে শুরু করা যাক।
সব ধরনের ইমেইল কমিউনিকেশন সাধারনত দুই রকমের নেটওয়ার্ক প্রটোকল ব্যবহার করে থাকে।
১) Simple Mail Transfer Protocol (SMPT Port-25)
২) Post Office Protocol (POP port-110)
কথা না বাড়িয়ে মুল বিষয়ে চলে যাই কিভাবে আপনাকে পাঠানো মেইলের মাধ্যমে আপনারা কারো মেইল চেক করবেন।
ই-মেইলের মাধ্যমে কাউকে ট্রেস করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যাকে ট্রেস করতে চান তার পাঠানো ই-মেইলটির হেডার চেক করার মাধ্যমে। সাধারনত ই-মেইল হেডার হয় এই ধরনের
From Barr Thu Jan 3 05:33:26 2008
X-Apparently-To:
abcd@yahoo.com via 203.104.16.34; Thu, 03 Jan 2016 05:25:38 +0530
X-YahooFilteredBulk: 189.160.34.89
X-Originating-IP: [189.160.34.89]
Return-Path: <atiles@destatis.de>
Authentication-Results: mta113.mail.yahoo.com from=destatis.de; domainkeys=neutral (no sig)
Received: from 189.160.34.89 (HELO dsl-189-160-34-89.prod-infinitum.com.mx) (189.160.34.89) by mta113.mail.in.yahoo.com with SMTP; Thu, 03 Jan 2008 05:25:38 +0530
Received: from dvapa ([141.203.33.92]) by dsl-189-160-34-89.prod-infinitum.com.mx with Microsoft SMTPSVC(6.0.3790.0); Wed, 2 Jan 2008 18:03:26 -0600
Message-ID: <477C264E.3000604@destatis.de>
Date: Wed, 2 Jan 2008 18:03:26 -0600
From: "Barr" <atiles@destatis.de> Add to Address Book
User-Agent: Thunderbird 2.0.0.6 (Windows/20070728)
MIME-Version: 1.0
To:
abcd@yahoo.co.in Subject: angel rubberneck
Content-Type: multipart/related; boundary=030604060204000701040304"
Content-Length: 16433
এই ইমেইল এড্রেসের হেডারটি পড়ে আমি এই ইনফমেশোন সমুহ পেলাম
১) যে পাঠিয়েছেন তার ইমেইল
২) সোর্সের আইপি এড্রেস
৩) সোর্সের মেইল সার্ভারের এড্রেস
৪) যে ইমেইল ক্লায়েন্ট ব্যবহারের মাধমে ইমেইল টি এসেছে তার ঠিকানা
জি-মেইলে কিভাবে ই-মেইলের হেডার চেক করবেন:
যে ই-মেইল এড্রেস ট্রেস করতে চান তার পাঠানো ইমেইলটি ওপেন করুন এবার রিপ্লাইয়ের নিচে থাকে তীরের চিহ্নটিতে ক্লিক করুন উপরের ডান দিকে খুজে পাবেন, এবার ক্লিক করুন "Show Original" লেখায় এবার আপনাকে যে ইমেইল পাঠিয়েছে তার সব তথ্য দেখতে পাবেন।

ইয়াহু মেইলের হেডার চেক করার পদ্ধতিঃ
ইয়াহুতে আপনাকে কে ইমেইল পাঠিয়েছে তার সম্পুর্ন ইনফরমেশন দেখতে চাইলে যেভাবে করতে হবে।
ইয়াহু মেইলে লগিন করেন এবং মেসেজে যান যেটার ইনফো দেখতে চান।
সেই মেসসের উপরে ফরওয়ার্ড এবং স্প্যাম বাটনস এর পাশে এ ধরনের একটি বাটন দেখতে পাবেন
স্ক্রিনশট
More আইওনে ক্লিক করুন এবং তার view raw message, more এ ক্লিক করার পরে যে এনু এসেছে সেখান থেকে।
এরপরে আপনি ফুল হেডারস ইনফরমেশোন দেখতে পাবেন + যে ইমেইলটি এসেছে সে ইমেইল টিও দেখতে পাবেন।
এবার লেখাগুলো যেকনো জায়গায় রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট অল সিলেক্ট করুন এবং কপি করুন।
এবার টেক্সটগুলো যেকোনো জায়গায় পেস্ট করে নিলেই আপনি হেডার ইনফরমেশন ঠিকভাবে রিড করতে পারবেন।
Tags;-
How can trace ip addrress, how can i trace mailer ip address, mailer infomation, how can i find mailer name, ip address,